ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

গোল্ডেন টেম্পলে হামলার অভিযোগ মিথ্যা,ধর্মীয় স্থানের প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে:ইসলামাবাদ

প্রকাশিত: ১৪:২৩, ২০ মে ২০২৫; আপডেট: ১৪:২৪, ২০ মে ২০২৫

গোল্ডেন টেম্পলে হামলার অভিযোগ মিথ্যা,ধর্মীয় স্থানের প্রতি সর্বোচ্চ সম্মান রয়েছে:ইসলামাবাদ

ভারতের গোল্ডেন টেম্পলে হামলার অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ধর্মীয় স্থাপনাগুলোর প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং তারা কখনোই কোনও উপাসনালয়ে হামলার কথা ভাবতেও পারে না।

সম্প্রতি এক শীর্ষ ভারতীয় সেনা কর্মকর্তার মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ পবিত্র স্থান গোল্ডেন টেম্পলকে টার্গেট করার যে অভিযোগ ভারতের পক্ষ থেকে করা হয়েছে, তা আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।’

মুখপাত্র আরও বলেন, ‘আমরা সব ধর্মের উপাসনালয়কে অত্যন্ত সম্মান করি। গোল্ডেন টেম্পলের মতো পবিত্র স্থানে হামলা চালানো তো দূরের কথা, এমন চিন্তাও পাকিস্তান করতে পারে না।’

 

ভারতের বিরুদ্ধে ‘উল্টো অভিযোগ’ পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, ৬-৭ মে রাতে বরং ভারতই ইসলামাবাদে একাধিক উপাসনালয়ে হামলা চালায়। এই ‘বর্বরোচিত’ অভিযানে পাকিস্তানে অন্তত ৫০ জন প্রাণ হারান, যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ভারতের এই অগ্রহণযোগ্য কর্মকাণ্ড থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’

ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী চালায় পাল্টা সামরিক অভিযান—‘অপারেশন বুনিয়ান উল মারসুস’। এই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তান দাবি করেছে, তাদের এই পাল্টা হামলাগুলো ছিল ‘নির্ভুল ও প্রাসঙ্গিক’।

পাকিস্তান আরও স্মরণ করিয়ে দেয় যে, তারা গুরুত্বপূর্ণ শিখ ধর্মীয় স্থাপনাগুলোর গর্বিত অভিভাবক এবং কারতারপুর করিডোরের মাধ্যমে প্রতিবছর হাজারো শিখ তীর্থযাত্রীকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘এই প্রেক্ষাপটে পাকিস্তান গোল্ডেন টেম্পলকে টার্গেট করেছে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।’

উল্লেখ্য, দুই দেশের মধ্যে এই সংঘাত পরিণত হয় সীমান্তে বড় ধরনের উত্তেজনায়। তবে পাকিস্তানের পাল্টা জবাবের পর আন্তর্জাতিক উদ্বেগ বাড়লে শেষ পর্যন্ত দুই পক্ষেই যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

 


সূত্র:Geo News

আফরোজা

×