ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

প্রকাশিত: ২০:২৩, ২০ মে ২০২৫

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি হামলায় স্বজন হারানো ১,০০০ ফিলিস্তিনিকে হজ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। আমন্ত্রিত এই ফিলিস্তিনিরা চলতি বছর বিনা খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Khaleej Times জানিয়েছে, তাদের হজের সব খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

এই বিশেষ আমন্ত্রণ শুধু নিহতদের স্বজনদের জন্য নয়, বরং যেসব ফিলিস্তিনির স্বজনরা ইসরায়েলের হাতে কারাবন্দী হয়েছেন বা হামলায় আহত হয়েছেন, তারাও এই সুবিধার আওতায় থাকবেন।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রিতদের যাত্রার শুরু থেকে হজ শেষ হওয়া পর্যন্ত তাদের সব ধরনের সেবা ও সুবিধার ব্যবস্থা নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্বাহী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হজ ও উমরার জন্য সৌদি আরবের দুই পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের অধীনেই এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ধারণা করা হচ্ছে, সৌদি আরবে ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে আগামী ৪ বা ৫ জুন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত এই হামলায় ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই বিশেষ হজ আমন্ত্রণ সৌদি আরবের মানবিক ও ইসলামী মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/uvsSeu7FnZA?si=nVbTJlk7LFQIlJVJ

মারিয়া

×