ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আইয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনীর!

প্রকাশিত: ১৯:৪৩, ২০ মে ২০২৫

আইয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনীর!

ছ‌বি: সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনীরকে দেশের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। এর আগে, পাকিস্তানের একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান আইয়ুব খান, যিনি ১৯৫৯ সালে এই পদমর্যাদা লাভ করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি ভারতের হামলার জবাবে পরিচালিত সফল সামরিক অভিযান 'অপারেশন বুনইয়া-নুম-মারছুছে'– এর নেতৃত্বে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে আসিম মুনীরকে এই মর্যাদা দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।

দীর্ঘ ছয় দশক পর পুনরায় কাউকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে পাকিস্তানের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

এম.কে.

×