ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও পাকিস্তানে হামলার হুমকি ভারতীয় সেনার, পুরো ভূখণ্ডই টার্গেটে

প্রকাশিত: ১৯:২৬, ২০ মে ২০২৫

আবারও পাকিস্তানে হামলার হুমকি ভারতীয় সেনার, পুরো ভূখণ্ডই টার্গেটে

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন সময়েই ভারতের শীর্ষ সেনা কর্মকর্তা সরাসরি পাকিস্তানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই ভারতের হামলার আওতায় রয়েছে

গতকাল ১৯ মে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা বলেন,

“পাকিস্তান যদি তাদের সামরিক সদর দপ্তর ‘জেনারেল হেডকোয়ার্টার (GHQ)’ রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে নেয়, তবুও তারা নিরাপদ নয়।”

তিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

“যেকোনো গভীর অঞ্চলে হামলা সম্ভব”

লেফটেন্যান্ট জেনারেল দিকুনহা আরও বলেন,

“ভারতের হাতে এমন আধুনিক অস্ত্র ও প্রযুক্তি রয়েছে যা দিয়ে পাকিস্তানের যেকোনো গভীর অভ্যন্তরীণ অঞ্চলেও সফলভাবে হামলা চালানো সম্ভব। তারা গর্তে লুকিয়ে থেকেও রক্ষা পাবে না।”

এই বক্তব্য এসেছে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর সমাপ্তির পর। গত ৭ মে শুরু হওয়া অভিযানে ভারত দাবি করে, তারা পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটি ও সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব?

জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই ভারত এই হামলার সিদ্ধান্ত নেয়। ভারতীয় বাহিনীর দাবি, তারা অভিযানে ড্রোন, লং-রেঞ্জ মিউটেনেশন, স্মার্ট অস্ত্র এবং অত্যাধুনিক লক্ষ্যভেদী সিস্টেম ব্যবহার করেছে।

অন্যদিকে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। ইসলামাবাদের দাবি, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে— যার মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, দুটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০
এই তথ্য স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন।

কূটনীতিকদের শঙ্কা, বাড়তে পারে উত্তেজনা

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও পাল্টা প্রতিক্রিয়া দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে। ভারতের এই হুশিয়ারি তাদের সামরিক সক্ষমতা ও কৌশলগত অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যেও হতে পারে বলে মত বিশ্লেষকদের।

সূত্রঃ https://youtu.be/KdO6LqqSch4?si=rVyxFxKmtNJkxmvI

ইমরান

×