
ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মানাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ২০ মে ) রাতে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার বন্ধুরা মিলে ঘুরতে বের হয়। এ সময় তারা উপজেলার কলেজপাড়ার একটি নির্মানাধীন ভবনের পাঁচ তলায় যায়। সে খানে বন্ধুদের সাথে নাজমুল হাসান লুডু খেলছিল এক পর্যায়ে তার মোবাইল ফোনে কল আসলে সে মোবাইল নিয়ে ভবনের একাংশে লিফটের ফাঁকা অংশ দিয়ে সে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা বিকট আওয়াজ পেয়ে নিচে নেমে দেখে নাজমুল কাতরাচ্ছে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই সে মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন বলেন নাজমুল হাসান মোবাইলে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে যায় তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
আলীম