ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্য হত্যা ও রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

লুবনা শারমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:২০, ২০ মে ২০২৫

সাম্য হত্যা ও রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা ও রাবি শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল । আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা । উক্ত কর্মসূচি সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম।

এসময় রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, 'সাম্যকে নিহত করার এক সপ্তাহ পার হলেও ঢাবি প্রশাসন ও সরকার এখনো পর্যন্ত এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি । গতকাল রাবি শিক্ষার্থী শাওনকে হলের সামনে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ধরনের গ্রেপ্তার কার্যক্রম দেখতে পাইনি। আমরা চাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে।'

সমাবেশে যুগ্ম-আহ্বায়ক এম.এ.তাহের রহমান বলেন, 'আমাদের ভাই শাওনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে পরিকল্পিতভাবে গুপ্ত ও দুষ্কৃতবাহিনী বিভিন্ন ধরনের অঘটন ঘটাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা এসকল গুপ্ত বাহিনী কর্তৃক পরিকল্পিত হত্যাকাণ্ড ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ প্রতিহত করে দুষ্কৃতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন।'

কর্মসূচিতে আরেক যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, 'ক্যাম্পাসগুলোতে আমার ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। রাবি শিক্ষার্থী শাওনের ওপর হামলা এবং ঢাবি শিক্ষার্থী সাম্যর ওপর হামলা একই সূত্রে গাঁথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের অযোগ্যতা প্রমাণ পাবে। আমরা আহ্বান করবে আপনারা অতিদ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীতে আরও বড় কর্মসূচিতে যেতে বাধ্য হবে।'

প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় ছিনকারীর কবলে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত শাওন। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভি

×