ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

৩৫ খামারিকে ছাগল ও ঘর দিল প্রাণিসম্পদ বিভাগ

মিজানুর,নাগেশ্বরী,কুড়িগ্রাম

প্রকাশিত: ২০:১৯, ২০ মে ২০২৫

৩৫ খামারিকে ছাগল ও ঘর দিল প্রাণিসম্পদ বিভাগ

ছবি: জনকণ্ঠ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৩৫ জন খামারির মধ্যে উন্নত জাতের ছাগল ও ছাগলের ঘর বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রত্যেক খামারিকে দুটি করে উন্নত জাতের পাঁঠা ছাগল ও একটি করে ছাগলের ঘর দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছা. হোসনে আরা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. এনামুল হক ও ডা. মো. শামসুর রহমান সুমন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক খামারিরা ছাগল পালন করে আত্মকর্মসংস্থানে যুক্ত হবেন। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতাও আসবে।” একজন খামারি জানান, “ছাগল ও ঘর পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। এখন নিজের পায়ে দাঁড়াতে পারব।

সাব্বির

×