ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

র‍্যাবের হাতে গ্রেফতার পলাতক ধর্ষক

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:৩৭, ২০ মে ২০২৫

র‍্যাবের হাতে গ্রেফতার পলাতক ধর্ষক

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণের পর পালিয়ে যান অভিযুক্ত ধর্ষক। ঘটনার এক মাস পর অভিযুক্ত নজরুল ইসলামকে (৫৫) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ মে) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে জলঢাকায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (১৯ মে) রাজধানী ঢাকার রমনা এলাকার মৎস্য ভবন গেটের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি নজরুল ইসলাম নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মাথাডাঙ্গা মহল্লার মৃত এছাব উদ্দিনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৩, সিপিএসসি, ঝিলপাড়, শাহজাহানপুর, ঢাকা-এর যৌথ আভিযানিক দল।

মামলার সূত্রমতে, আসামি তার মহল্লার প্রতিবেশী ওই নারীকে একা পেয়ে চলতি বছরের ১৮ এপ্রিল বিকেলে নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী জলঢাকায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মারিয়া

×