ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এসএসসি সমমান পরীক্ষার দায়িত্বরত অফিসারদের সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ২০:২৬, ২০ মে ২০২৫

এসএসসি সমমান পরীক্ষার দায়িত্বরত অফিসারদের সম্মাননা প্রদান

হাফিজের পক্ষ থেকে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পাঞ্চয়েত সম্মাননা তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের হ

২০২৫ সালের সদ্য সমাপ্ত হওয়া এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকল মুক্ত এবং সুন্দর পরিবেশের সমাপ্ত হওয়ায়, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও ট্যাগ অফিসারদের হাতে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট , সম্মাননা ও পুরস্কার তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত। 
 পরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের পক্ষ থেকেও দায়িত্বপ্রাপ্ত ওই সকল অফিসার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপস্থিত নেতৃবৃন্দসহ, সাংবাদিকদেরকে ও সম্মাননা প্রদান করা হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকেই।  

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ  দায়িত্বরত ট্যাগ অফিসারদের পক্ষ থেকে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের ভালো কাজের জন্য সকল শ্রেণিপেশার লোকদেরকে সম্মাননা করলে কাজের প্রতি আরো আন্তরিত ও উৎসাহ পাবে।  

 

সাব্বির

×