
ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অবস্থানকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাংক। একইসঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
“আমরা স্পেনের প্রধানমন্ত্রীর নেওয়া সাহসী অবস্থানকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই,” এক বিবৃতিতে জানিয়েছে ফোরাম অফ থট স্ট্রাটেজিক স্টাাডিস , যেখানে আরব ও ইসলামি বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত।
তারা স্পেনের সরকার ও জনগণের কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টাকেও প্রশংসা করেছে, যারা গাজায় সহিংসতা বন্ধ এবং অবরোধ তুলে নেওয়ার পক্ষে সোচ্চার হয়েছেন।
বিবৃতিতে ফোরাম জানায়, তারা “স্পেনের অবস্থানের প্রতি পূর্ণ সংহতি” প্রকাশ করছে এবং প্রধানমন্ত্রী সানচেজের গাজায় ইসরায়েলি পদক্ষেপ নিয়ে সমালোচনাকে স্বাগত জানাচ্ছে।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে থিঙ্ক ট্যাংকটি বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায় যেন তারা স্পেনের মতো অবস্থান গ্রহণ করে এবং ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যাতে সামরিক অভিযান বন্ধ করা হয় এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে।
স্পেনের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না।” তার এই বক্তব্যের কারণে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে এবং বক্তব্যটির “গম্ভীরতা” উল্লেখ করে ব্যাখ্যা দাবি করে।
এদিকে ইউরোপের সম্প্রচার সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এর সতর্কতা উপেক্ষা করে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই গাজা যুদ্ধবিরোধী একটি বার্তা সম্প্রচার করে। ইউরোভিশন গানের প্রতিযোগিতার ফাইনালের আগে সম্প্রচারিত বার্তায় বলা হয়, “মানবাধিকারের প্রশ্নে নীরবতা কোনো বিকল্প নয়। ফিলিস্তিনের জন্য শান্তি ও ন্যায়বিচার চাই।”
গত ৭ মে স্পেনের পার্লামেন্টে সানচেজ জানান, মাদ্রিদ জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবে যার মাধ্যমে গাজায় বেসামরিক মানুষ হত্যা বন্ধ ও মানবিক সহায়তা নিশ্চিত করার জরুরি পদক্ষেপ আহ্বান জানানো হবে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রায় ৫৩,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সূত্র: https://rb.gy/qqpoaj
মিরাজ খান