
ছবি: সংগৃহীত
অ্যাপল তাদের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা যুক্ত করেছে, যার মাধ্যমে এখন থেকে পছন্দের অনুবাদ অ্যাপকে ডিফল্ট হিসেবে নির্ধারণ করা যাবে। ৩১ মার্চ থেকে iOS 18.4 ও iPadOS 18.4 সংস্করণে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা অ্যাপলের নিজস্ব অনুবাদ অ্যাপ ছাড়াও গুগল ট্রান্সলেটসহ অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ বেছে নিতে পারবেন ডিফল্ট অনুবাদক হিসেবে।
এর আগে, আইফোন ও আইপ্যাডে শুধুমাত্র অ্যাপলের নিজস্ব ট্রান্সলেট অ্যাপ দিয়েই পাঠ্য বা ভাষা অনুবাদ করা যেত। অর্থাৎ, সিরি বা সিস্টেমের কোনো ফিচারের মাধ্যমে অনুবাদ অনুরোধ জানালে তা শুধুমাত্র অ্যাপলের ট্রান্সলেট অ্যাপেই সম্পন্ন হতো। নতুন আপডেটের ফলে, এখন থেকে চাইলে ব্যবহারকারী গুগল ট্রান্সলেট বা অন্যান্য সমর্থিত অ্যাপকেও ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে বেছে নিতে পারবেন।
আইফোন ও আইপ্যাডে গুগল ট্রান্সলেট ডিফল্ট হিসেবে সেট করার নিয়ম
গুগল ট্রান্সলেটকে ডিফল্ট অনুবাদ অ্যাপ হিসেবে নির্ধারণ করতে,
সেটিংস > অ্যাপস > ডিফল্ট অ্যাপস > ট্রান্সলেশন-এ গিয়ে গুগল ট্রান্সলেট নির্বাচন করতে হবে।
একবার নির্ধারণ করে নিলে, সিরি, টেক্সট সিলেকশন পপআপ বা অন্যান্য ইনবিল্ট ফিচার থেকে করা সব অনুবাদ অনুরোধ সরাসরি গুগল ট্রান্সলেট অ্যাপে রুট হবে।
এই আপডেট অ্যাপলের ডিফল্ট অ্যাপ নির্ধারণের সুবিধা আরও বিস্তৃত করেছে। এর আগে iOS 18.4 সংস্করণে নেভিগেশন ও মিডিয়া প্লেব্যাকের জন্য ডিফল্ট অ্যাপ বেছে নেওয়ার সুবিধা যুক্ত হয়েছিল। ইতিমধ্যেই ইমেইল ও ওয়েব ব্রাউজিংয়ের জন্য ডিফল্ট অ্যাপ পরিবর্তনের সুযোগ ছিল। সব মিলিয়ে, অ্যাপলের এই উদ্যোগ ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার দিকেই ইঙ্গিত করে।
এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ইউরোপীয় ইউনিয়নের চাপ। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (DMA) অনুযায়ী, অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য ব্যবস্থা উন্মুক্ত করতে হবে এবং ব্যবহারকারীদেরকে নিজ ইচ্ছেমতো বিল্ট-ইন অ্যাপের বদলে বিকল্প বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে।
যদিও এই আইন ইউরোপ কেন্দ্রিক, অ্যাপল বিশ্বব্যাপী এই ডিফল্ট ট্রান্সলেট অ্যাপ ফিচার চালু করেছে। এই পদক্ষেপ অ্যাপলের দীর্ঘদিনের কড়াকড়ি নীতিতে এক বড় পরিবর্তন, যেখানে আগে তৃতীয় পক্ষের অ্যাপগুলোকে সিস্টেম ডিফল্ট হিসেবে ব্যবহার করার সুযোগ সীমিত ছিল।
iOS 18.4 বা এর পরবর্তী সংস্করণ ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী অনুবাদ অ্যাপ নির্ধারণ করতে পারবেন, যা তাদের আরও স্বাধীনতা ও সুবিধা দেবে।
সূত্র: https://www.hindustantimes.com/technology/iphone-users-can-now-choose-google-translate-as-the-default-translation-app-101747718070886.html
এএইচএ