১। পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক) লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ) বাউল বা মরমী গীতি
ঘ) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তর: খ) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
২। সংসপ্তক কার রচনা?
ক) মুনীর চৌধুরী খ) শহীদুল্লাহ কায়সার
গ) জহির রায়হান ঘ) শওকত ওসমান
উত্তর: খ) শহীদুল্লাহ কায়সার
৩। ‘অক্ষের সমীপে’র সংক্ষেপ হলো-
ক) সমক্ষ খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ ঘ) নিরপেক্ষ
উত্তর: ক) সমক্ষ
৪। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
ঘ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
উত্তর: গ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
৫। ‘নদী ও নারী’ কার রচনা?
ক) কাজী আব্দুল ওদুদ খ) শামছুদ্দিন আবুল কালাম
গ) আবুল ফজল ঘ) হুমায়ুন কবির
উত্তর: ঘ) হুমায়ুন কবির
৬। ‘হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’-বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণির?
ক) মিশ্র খ) জটিল
গ) যৌগিক ঘ) সরল
উত্তর: ঘ) সরল
৭। নিচের কোনটি সঠিক?
ক) গোরা (নাট্যগ্রন্থ) খ) পথের দাবী (উপন্যাস)
গ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ) ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
উত্তর: খ) পথের দাবী (উপন্যাস)
৮। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
ক) অগ্নিকোণ খ) মরুশিখা
গ) মরুসূর্য ঘ) রাঙাজবা
উত্তর: ঘ) রাঙাজবা
৯। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) মোহাম্মদ নাসির উদ্দিন খ) আবুল কালাম শামছুদ্দীন
গ) কাজী আব্দুল ওদুদ ঘ) সিকান্দার আবু জাফর
উত্তর: ক) মোহাম্মদ নাসির উদ্দিন
১০। ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
ক) ফররুখ আহমদ খ) আহসান হাবিব
গ) শামছুর রহমান ঘ) হাসান হাফিজুর রহমান
উত্তর: ক) ফররুখ আহমদ
১১। ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?
ক) সুকান্ত ভট্টাচার্য খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) সত্যেন সেন ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২। ‘অপলাপ’ শব্দের অর্থ কী?
ক) অস্বীকার খ) মিথ্যা
গ) প্রলাপ ঘ) অসদালাপ
উত্তর: ক) অস্বীকার
১৩। পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক) লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ) পদ্যাকারে রচিত দেবস্তুত্রিমূলক রচনা
গ) বাউল বা মরমী গীতি
ঘ) বৈাদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তর: খ) পদ্যাকারে রচিত দেবস্তুত্রিমূলক রচনা
১৬। কোনটি হযরত মুহম্মদ (স:)-এর জীবনী গ্রন্থ?
ক) মরুমায়া খ) মরুভাস্কর
গ) মরুতীর্থ ঘ) মরু কুসুম
উত্তর: খ) মরুভাস্কর
১৭। পদাবলী লিখেছেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মাইকেল মধুসূদন
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ) কায়কোবাদ
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। ‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান’Ñএর সম্পাদক কে?
ক) মুহম্মদ আব্দুল হাই খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক ঘ) আহমদ শরীফ
উত্তর: ঘ) আহমদ শরীফ
১৯। শাহানামা এর লেখক কে?
ক) কবি ফেরদৌসী খ) মাওলানা রুমী
গ) কবি নিজামী ঘ) কবি জামি
২০। ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’Ñ এই বাক্যের কী এর অর্থÑ
ক) ভয় খ) রাগ
গ) বিরক্তি ঘ) বিপদ
উত্তর: গ) বিরক্তি