ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রযুক্তির ডাকে সাড়া, কোডিংয়ে ফিরলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ব্রিন

প্রকাশিত: ১০:৪০, ২০ মে ২০২৫

প্রযুক্তির ডাকে সাড়া, কোডিংয়ে ফিরলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ব্রিন

ছবি: সংগৃহীত

মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া - কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে আবারও গুগলের পুরোনো দিগন্তে ফিরেছেন এর সহ-প্রতিষ্ঠাতারা। গুগলের সিইও সুন্দর পিচাই সম্প্রতি জানিয়েছেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এখন ‘জেমিনাই’ নামের এআই প্রকল্পে সরাসরি কোডিংয়ে অংশ নিচ্ছেন এবং প্রকৌশলীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

“আমি ভাগ্যবান যে ল্যারি এবং সের্গেই উভয়েই তাঁদের নিজ নিজ উপায়ে গভীরভাবে জড়িত,” বলেন সুন্দর পিচাই। “আমি তাঁদের সঙ্গে সবসময় কথা বলি। তাঁরা এআই কোথায় পৌঁছাবে, সে বিষয়ে অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।”

পিচাই জানান, এই দুজন প্রযুক্তি প্রতিভা ১৫-২০ বছর আগেই এআই-র এমন এক পরিণতির কথা আলোচনা করেছিলেন। “সের্গেই বর্তমানে ‘জেমিনাই’ প্রকল্পে গভীরভাবে জড়িত। তিনি প্রকৌশলীদের সঙ্গে বসে কোড করছেন, লস কার্ভ বিশ্লেষণ করছেন, মডেল আর্কিটেকচারের উন্নয়নে পরামর্শ দিচ্ছেন - যা দলে অভাবনীয় উদ্দীপনা তৈরি করছে,” বলেন পিচাই।

এই প্রথমবার নয় যে সের্গেই ব্রিন এআই-র নবজাগরণে গুগলে সক্রিয়ভাবে ফিরেছেন। পূর্বে জানা গিয়েছিল, তিনি দীর্ঘ বিরতির পর আবার গুগলে কোড জমা দিচ্ছেন। শুধু ব্রিনই নন, অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসও এআই প্রকল্পে জড়িত হয়েছেন, যদিও তিনি বহু আগেই সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি নেতারা শুধু ধনকুবের হিসেবেই সীমাবদ্ধ নন; প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তাঁদের যে অদম্য আকর্ষণ, সেটাই তাঁদের সফলতার মূল শক্তি। এআই-র যুগান্তকারী পরিবর্তনের মুখে দাঁড়িয়ে, তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ফিরে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন - এটা যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনই প্রযুক্তি জগতের জন্য আশাব্যঞ্জক।

সূত্র: https://shorturl.at/MSG0H

মিরাজ খান

×