
ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল। এরই জেরে আজ আবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ১০জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছে।
নোভা