
দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের আন্দোলনের নামে নৈরাজ্য ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী নার্সিং ও মিডওয়াইফারি টিচার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ক্যাম্পাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ড. শরিফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী নার্সিং ও মিডওয়াইফারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নার্সিং কলেজের প্রভাষক আখতারা বেগম।
বক্তব্য রাখেন রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রভাষক মনিরুল হাসান এবং প্রভাষক ঝর্না খানম প্রমুখ।
বক্তারা বলেন, গত ১২ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা নতুন আদেশে ডিপ্লোমা নার্সদের শিক্ষক হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে, যা বৈষম্যমূলক।
তারা বলেন, “আমরা ডিপ্লোমা, এপিএস, বিএসসি, মাস্টার্স, এমনকি পিএইচডি করেছি, তবুও আমাদের অযোগ্য বলা হচ্ছে। আমরা সরকারের কাছ থেকে ন্যায্য সম্মান ও স্বীকৃতি চাই।”
গত ১৩ মে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গে তারা জানান, শিক্ষার্থীরা আলোচনা চলাকালে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং শিক্ষকদের কক্ষে তালা লাগিয়ে দেয়।
বক্তারা বলেন, “আমরা চাই সেদিনের ঘটনাকে পেছনে ফেলে সবাই মিলে কাজ করতে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক যেন হয় স্নেহ ও মর্যাদাপূর্ণ।”
তারা আরও জানান, শিক্ষার্থীরা মুখে আন্দোলন প্রত্যাহার করলেও তা এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফলে আবারও বিশৃঙ্খলার আশঙ্কা থেকে যাচ্ছে।
“আমরা চাই শিক্ষার্থীরা সংবাদমাধ্যমে প্রকাশ্যে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিক, তাহলে আমরা স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব,”—বলেন বক্তারা।
নুসরাত