ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ভোরে স্বামীর আত্মসমর্পন

নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৭:১৪, ২০ মে ২০২৫

গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ভোরে স্বামীর আত্মসমর্পন

মুন্সীগঞ্জের মিরকাদিমে পূর্বপাড়া গ্রামে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর রেস্তোরাঁ ব্যবসায়ী স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। হত্যার সাথে তার বন্ধুরা জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। 

বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে খুন। হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ মিতু আক্তারের মরদেহ। স্বজনদের আর্তনাদে ভারি চারপাশ। মুন্সীগঞ্জে নিহত গৃহবধূর  মিতু আক্তারের স্বজনদের কান্না যেন থামছেই না। বুকফাটা আর্তনাদ তাদের।

নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিন সন্তান রয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ী শাহজাহান সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিলো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে সোমবার তার স্বামীর বন্ধুরা মিলে অনেক চেষ্টায় তাকে স্বামী বাড়িতে ফিরিয়ে আনে। এরপর রাতে নির্মভাবে হত্যা করা হয়। 

স্বজনদের অভিযোগ, বন্ধুদের নিয়ে মদ্যপ্য আসরে রাত ২ টার দিকে বটি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে। পরে ভোর ৫ টায় দিকে সদর থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার স্বীকারোক্তি দেয় শাহজাহান সুমন। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, পরে পুলিশ গিয়ে তার ঘর থেকে রক্তাক্ত বটি উদ্ধার করে। আর মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

স্বামী সুমনের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, তার আগের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এই নিয়ে ঝগড়ার কারণেই দ্বিতীয় স্ত্রীকে মিতু আক্তারকে কোপ দেয়। মিতু আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈদিঘীর পাথর এলাকার মন্টু শিকদারের কন্যা। আর স্বামী শাহজাহান সুমন মিরকাদিমের রিকারিবাজার পূর্বপাড়া টতলা এলাকার শরিয়ত উল্লাহর পুত্র। এই ঘটনায় সদর থানার হত্যা মামলা প্রক্রিয়াধীন।

নোভা

×