ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্র বাতিল করল ভারত থেকে আসা ১৫টি আমের চালান

প্রকাশিত: ১৪:৫৬, ২০ মে ২০২৫

যুক্তরাষ্ট্র বাতিল করল ভারত থেকে আসা ১৫টি আমের চালান

যুক্তরাষ্ট্রের বন্দরে অন্তত ১৫টি ভারতীয় আমের চালান বাতিল করা হয়েছে কাগজপত্রের ভুলের অভিযোগে। আমের এই চালানগুলো লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাখ্যান করা হয়। সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারকদের আমগুলো ফেরত পাঠানো অথবা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বইয়ের একটি USDA (United States Department of Agriculture) নিরীক্ষকের তত্ত্বাবধানে আমের নির্দিষ্ট বিকিরণ (irradiation) প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ৮ ও ৯ মে তারিখে। তবুও, “The Economic Times” এর প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক এই বিকিরণ প্রক্রিয়ার কাগজপত্রে অসঙ্গতি থাকায় আমের চালানগুলো প্রত্যাখ্যাত হয়েছে।

নিরীক্ষকরা বিশেষ করে PPQ203 ফর্মের ভুল পূরণের বিষয়টি তুলে ধরেছেন। এই ফর্ম আমের আমদানি করার জন্য অপরিহার্য এবং এতে বিকিরণ প্রক্রিয়ার সঠিক তথ্য থাকতে হয়। কাগজপত্রের এই ত্রুটির কারণে রপ্তানিকারকরা প্রায় ৫ লাখ মার্কিন ডলারের (প্রায় ৪.৩ কোটি টাকা) ক্ষতির মুখে পড়তে পারেন।

এক রপ্তানিকারককে USDA কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানির নথিপত্র ভুল হওয়ায় তাদের চালান মার্কিন সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্য এক রপ্তানিকারককে জানানো হয়েছে, তাদের চালান প্রয়োজনীয় বিকিরণ চিকিৎসা মেনে চলছে না বলে বাছাই করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই চালানগুলোকে বা তো ফেরত পাঠাতে হবে বা ধ্বংস করতে হবে এবং মার্কিন সরকার এই বিষয়ে কোনো রক্ষণশীল পদক্ষেপ নেবে না।

রপ্তানিকারকরা তীব্রভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, USDA একজন কর্মকর্তা বিকিরণ প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন এবং এটি মুম্বইয়ের নাভি মুম্বাইয়ের একটি অনুমোদিত প্ল্যান্টে সম্পন্ন হয়। তারা জোর দিয়ে বলেছেন, বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং PPQ203 ফর্মও পরবর্তী সময়ে যথাযথভাবে প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এই সমস্যাটি মূলত মহারাষ্ট্র স্টেট অ্যাগ্রিকালচার মার্কেটিং বোর্ড (MSAMB) এর আওতাধীন ভাশি, মুম্বাইয়ে অবস্থিত USDA অনুমোদিত প্ল্যান্ট থেকে রপ্তানি হওয়া আমের সঙ্গে সম্পর্কিত।

 

সূত্র: www.ndtv.com/india-news/us-rejects-15-shipments-of-mangoes-from-india-cites-documentation-errors-8451945

রাজু

×