
ছবি :সংগৃহীত
বিশ্ব চিকিৎসা প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে সৌদি আরব। প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত চিকিৎসা ক্লিনিক চালু করে ইতিহাস গড়েছে দেশটি। ২০২৫ সালের এপ্রিল মাসে পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-আহসা শহরে চালু হওয়া এই পরীক্ষামূলক ক্লিনিককে চিকিৎসা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই উদ্যোগটি চীনের সাংহাই-ভিত্তিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান Synyi AI এবং সৌদি আরবের আলমুসা হেলথ গ্রুপ-এর যৌথ সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এই ক্লিনিকে চিকিৎসা কার্যক্রমের মূল দায়িত্বে রয়েছেন এআই চিকিৎসক ‘ডা. হুয়া’।
রোগীরা প্রথমে ট্যাবলেটের মাধ্যমে এই এআই ডাক্তারের সঙ্গে ডিজিটাল কনসালটেশনে অংশ নেন। উপসর্গ বর্ণনার পর, ডা. হুয়া প্রাসঙ্গিক প্রশ্ন করেন এবং মানব সহকারীদের মাধ্যমে সংগৃহীত ইসিজি, এক্স-রে সহ অন্যান্য পরীক্ষার তথ্য বিশ্লেষণ করেন। এই তথ্যের ভিত্তিতে এআই একটি চিকিৎসা পরিকল্পনা প্রস্তুত করেন, যা পরবর্তীতে একজন মানব চিকিৎসক পর্যালোচনা করে অনুমোদন দেন—রোগীকে সশরীরে না দেখেই।
তবে জটিল ও জরুরি ক্ষেত্রে মানব চিকিৎসকের সরাসরি হস্তক্ষেপের সুযোগ রাখা হয়েছে। Synyi AI এ ক্লিনিকে নিযুক্ত মানব চিকিৎসকদেরকে আখ্যা দিয়েছে "সেফটি গেটকিপার" বা নিরাপত্তা তদারক হিসেবে, যারা এআই প্রদত্ত রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা পর্যবেক্ষণ করেন।
Synyi AI-এর এক বিবৃতিতে বলা হয়েছে, “এই AI ক্লিনিক এক যুগান্তকারী স্বাস্থ্যসেবা মডেল। এখানে এআই ডাক্তাররা রোগী দেখার শুরু থেকে চিকিৎসা সুপারিশ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করেন। মানব চিকিৎসকেরা কেবল নিরাপত্তা তদারক হিসেবে যুক্ত থাকেন।”
Synyi AI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং শাওডিয়ান জানিয়েছেন, তাদের প্রযুক্তি পরীক্ষায় ভুলের হার ছিল মাত্র ০.৩ শতাংশেরও কম। তিনি বলেন “আগে AI ছিল চিকিৎসকের সহকারী, এখন AI নিজেই চিকিৎসা দিচ্ছে—এটাই চূড়ান্ত ধাপ।”
চীনে ২০১৬ সালে প্রতিষ্ঠিত Synyi AI এখন পর্যন্ত ৮০০-রও বেশি হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে কাজ করেছে। Tencent ও GGV Capital-এর মতো বড় বিনিয়োগকারীদের সহায়তায় প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিসরে তাদের প্রথম পদক্ষেপ হিসেবে সৌদি আরবে এ প্রকল্প চালু করেছে।
ভবিষ্যতে এই প্রযুক্তি স্বয়ংক্রিয় মেডিকেল ডেটা ম্যানেজমেন্ট ও গবেষণার ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে, বলে আশা করা হচ্ছে।
সা/ই