ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নারায়ণগঞ্জের বন্দরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ক্ষতি ২৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৫, ২০ মে ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ক্ষতি ২৫ লাখ টাকা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব লক্ষণখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের পর বন্দর ও কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন ও রিসাইকেলিং মেশিন পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ৫ ঘন্টা পর দুপুর ১টায় পুরোপুরি আগুন নির্বাপন করা সম্ভব হয়। মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (জোন-২) মোহাম্মদ ওসমান গনি বলেন, সকালে রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলে আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় স্থানীয় বাসিন্দা ও মিলের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কন্ট্রোল রুমকে অবগত করলে কাঁচপুরের মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজে যোগ দেয়। আগুন সকাল পৌনে ৯টায় নিয়ন্ত্রণে আসলেও ৪টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টা পর দুপুর ১টায় পুরোপুরি আগুন নির্বাপন করা সম্ভব হয়। অগ্নিকান্ডে তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন ও রিসাইকেলিং মেশিন পুড়ে গেছে। আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।                 

আসিফ

×