
ছবি: জনকণ্ঠ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই সহায়তা প্রদান করা হয়, যার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহি। তিনি বলেন, “সরকারের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা। এই স্প্রে মেশিন বিতরণ তারই একটি অংশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির আমির আবুল বাশার আব্দুল লতিফ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, “আমাদের ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখে এডিপির আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা কৃষকদের পাশে থাকবো।”
অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এই কর্মসূচি স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সাব্বির