
পটুয়াখালীর কলাপাড়ায় আমিরাবাদ গ্রামে পানি চলাচলের কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ওই এলাকার কয়েক শ’ একর কৃষিজমিতে জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। পাখিমারা তেগাছিয়া সড়কের বিবেক ডাকুয়ার বাড়ি সংলগ্ন এলাকায় এমন ঘটনাটি ঘটেছে। পানি চলাচল বন্ধের শঙ্কায় কৃষকরা জরুরি ভিত্তিতে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কৃষক সুলতান গাজীসহ অনেকেই জানান, শত বছরের পুরনো এ কালভার্ট দিয়ে সড়কের দুইপাশের পানি চলাচল করে। বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। কৃষকের জন্য কালভার্টটির গুরুত্ব অনেক। হঠাৎ করে ওই গ্রামের বাসীন্দা নজরুল ইসলাম কালভার্টের মুখ আটকে মাটি ভরাট করে বাড়ির কাজ করছেন। তিনি পানি নিষ্কাশনের বিকল্প কোন ব্যবস্থা না রেখেই কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। এতে বর্ষার পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষিকাজে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযুক্ত নজরুল ইসলাম জানান, তিনি রেকর্ডীয় জমি ক্রয় করে বাড়ির কাজ করছেন। এখানে কোন খাস জমি নেই। তবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, খবর শুনে ওই এলকার প্রশাসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
এসইউ