ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বণ্টননামা দলিল ছাড়া নামজারি করলে কী হয়?

প্রকাশিত: ১০:২১, ২০ মে ২০২৫

বণ্টননামা দলিল ছাড়া নামজারি করলে কী হয়?

ছ‌বি: সংগৃহীত

ব্যারিস্টার তাসমিয়া আনজুম বলেছেন, ওয়ারিশান সম্পত্তি বণ্টননামা দলিল ছাড়া নামজারি করা হলে ভবিষ্যতে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বণ্টননামা দলিল একটি সম্পত্তির বৈধ বণ্টনের প্রমাণপত্র, যা মালিকানা ও ভাগবাটোয়ারা নির্ধারণ করে।

তিনি জানান, অনেক সময় এক ওয়ারিশ অন্যদের বঞ্চিত করার উদ্দেশ্যে ভালো অবস্থানের সম্পত্তি, যেমন রাস্তার ধারের অংশ, নিজের নামে নামজারি করে খাজনা দিতে থাকেন। এতে অন্য ওয়ারিশরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।

এমন পরিস্থিতিতে অন্যান্য ওয়ারিশগণ এসিল্যান্ড অফিসে মিসকেস করে নামজারি বাতিলের আবেদন করেন। যেহেতু বণ্টননামা দলিল ছাড়া নামজারি করা হয়েছে, তাই আবেদন বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ নামজারি বাতিলও করে দিতে পারে। কারণ, ঐ ব্যক্তি সম্পত্তির একমাত্র মালিক নন।

 

সূত্র: https://youtube.com/shorts/QoIiFUmdvVQ?si=igsOzu_feDwt1IwR

এএইচএ

×