
ছবি: সংগৃহীত
হালুয়াঘাটে তিনদিনের টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতি বৃষ্টিতে নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দীতে রয়েছে কিছু পরিবার। তলিয়ে গেছে মাছের ঘের,পুকুর ও সবজির ক্ষেত। টানা ভারী বর্ষণে সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অতি বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এ ছাড়াও অতিবৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষজনকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির কারণে নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে।
উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা গ্রামে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি,রাস্তাঘাট পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
আসিফ