
ছবি: সংগৃহীত
একজন স্ত্রী ধর্মীয় ও আইনগতভাবে স্বামীর কাছ থেকে দেনমোহর পাওয়ার অধিকার রাখেন। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য হয় না।
এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া আনজুম বলেন, “যখন একজন স্ত্রী স্বেচ্ছায় দেনমোহরের আংশিক বা সম্পূর্ণ মাফ করে দেন, তখন তিনি তা দাবি করতে পারেন না। এটি কোনো কিছুর বিনিময়ে হতে পারে, আবার বিনিময় ছাড়াও হতে পারে। তবে নাবালিকা স্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।”
তিনি আরও বলেন, “অনেক সময় টেলিফোনে বিয়ে হয়ে থাকে, স্বামী থাকেন বিদেশে এবং তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগেই ডিভোর্স হয়ে যায়। এমন পরিস্থিতিতে স্ত্রী দেনমোহরের অর্ধেক প্রাপ্ত হবেন।”
“এছাড়াও, অনেক সময় কোনো নারী তার পূর্বের স্বামীকে ডিভোর্স না দিয়েই পুনরায় বিয়ে করেন। দ্বিতীয় যে বিয়েটি হয় তা অবৈধ বিবাহ হিসেবে গণ্য হবে এবং সেই বিবাহ থেকে তিনি আইনত কোনো দেনমোহর প্রাপ্য হবেন না।”
ব্যারিস্টার তাসমিয়া বলেন, “যদি কোনো স্বামী তার স্ত্রীকে গয়নাগাটি, স্বর্ণালংকার বা জমিজমা দেনমোহর হিসেবে দিয়ে থাকেন, তবে তা অবশ্যই লিখিত হতে হবে। অন্যথায়, এগুলো উপহার হিসেবে বিবেচিত হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=QvIPMO3TGCM
এএইচএ