ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মামলা থাকলে কি বিদেশ যাওয়া সম্ভব?

প্রকাশিত: ১৬:২৫, ১৮ মে ২০২৫

মামলা থাকলে কি বিদেশ যাওয়া সম্ভব?

ছ‌বি: সংগৃহীত

অনেকের মনে প্রশ্ন থাকে—মামলা থাকলে কি বিদেশে যাওয়া সম্ভব? এ বিষয়ে ব্যারিস্টার তাসমিয়া আনজুম জানিয়েছেন, “অবশ্যই বিদেশ যাওয়া সম্ভব। তবে কিছু শর্ত ও আইনি জটিলতা রয়েছে, যা অবশ্যই মাথায় রাখতে হবে।”

তিনি বলেন, “যদি কোনো মামলায় আপনার জামিন না থাকে কিংবা আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি থাকে, তাহলে আপনি ইমিগ্রেশনে আটকে যেতে পারেন এবং বিদেশে যাওয়ার সুযোগ নাও পেতে পারেন।”

তাসমিয়া আনজুম আরও জানান, “যদি আদালতের জামিন আদেশে আপনার বিদেশে যাওয়া নিষিদ্ধ থাকে কিংবা পাসপোর্ট জব্দের নির্দেশ থাকে, তাহলে সরাসরি বিদেশ যাওয়া যাবে না। সে ক্ষেত্রে কেন আপনি বিদেশ যেতে চাচ্ছেন, কতদিন অবস্থান করবেন—এসব তথ্য উল্লেখ করে আদালতের কাছে আবেদন করতে হবে। আদালতের অনুমতি পেলে পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে বিদেশে যাওয়া সম্ভব।”

তবে তিনি সতর্ক করে বলেন, “আদালতের অনুমতি নিয়ে বিদেশ গেলেও নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দেওয়া বাধ্যতামূলক। যদি নিজের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব না হয়, তাহলে আইনজীবী আপনার হয়ে আদালতে হাজিরা দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে, নির্ধারিত দিনে আপনার উকিল যথাসময়ে আদালতে হাজির হয়েছেন। না হলে জামিন বাতিল হওয়ার আশঙ্কা থেকে যায়।”

সুতরাং, মামলা থাকলেও নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে যাওয়া সম্ভব—তবে অবশ্যই আদালতের নির্দেশনা ও শর্তাবলি মেনে চলতে হবে।

 

সূত্র: https://youtube.com/shorts/nfy6z8tDtfo?si=nuj6zz46ZzXl3iYS

এএইচএ

×