
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। রবিবার দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে দায়ে করা মামলায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ মানববন্ধনে সংহতি জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ’র সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাবিত আল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি শরীফ সুমন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আফসানা আক্তার ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম ও দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জের স্টাফ ফটোগ্রাফার্স প্রীতম মাহমুদ, সংবাদ’র ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়, বাংলাদেশ বার্তা সংস্থা’র জেলা প্রতিনিধি নুসরাত জাহান সুপ্তি প্রমুখ। মানববন্ধন থেকে গণমাধ্যমকর্মীরা জিসান ও তার পরিবারের সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানান।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় গত ১২ মে দিবাগত রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার জিসানের বাবা এবং চাচাও এখন কারাগারে।
বক্তারা বলেন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় বাধা দেওয়ার মামলায় জিসান, ফুড ব্লগার মিথুনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ ওইদিন সেখানে তারা ছিলেনই না। মামলা এন্ট্রি হবার সাথে সাথেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আমরা গণমাধ্যমকর্মীরা খোঁজ নিয়ে জেনেছি, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত শহীদ নগর এলাকার শাকিল নামে এক ব্যক্তি মামলা বাণিজ্য করার জন্য তাদের নামগুলো মামলায় যুক্ত করেছে। এবং পুলিশও ওই মামলা বাণিজ্যের সাথে নিজেকে যুক্ত করেছে। ঠিক এমন বাণিজ্য এই শহরে আগে ওসমান পরিবার করেছে। তারা এখন বিতাড়িত কিন্তু তাদের অভাব পূরণে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক নেতারা।
রাজু