
ছবি: সংগৃহীত
তালাকের পর অনেক নারী সাবেক স্বামীর ব্ল্যাকমেইলের শিকার হন। এমন পরিস্থিতিতে কী করা উচিত, তা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, “যদি বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্বামী হুমকি দেয় যে, ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেবে—তাহলে প্রথমেই পরিবারকে জানাতে হবে। এরপর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী থানায় গিয়ে মামলা করতে হবে।”
জাকির হোসেন আরও বলেন, “এই দুইটি পদক্ষেপ গ্রহণ করলে সাবেক স্বামী আর ব্ল্যাকমেইল করতে পারবে না। অনেক সময় এই ধরনের ব্ল্যাকমেইলের কারণে ডিভোর্স হয়ে যাওয়ার পরও নারীরা আবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সেই ঝুঁকি থেকে বাঁচার জন্য নারীদের সোচ্চার হতে হবে।"
তিনি নারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, “নিজের ব্যক্তিগত ছবি বা তথ্য অন্যের সঙ্গে ভাগাভাগি করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিজের কাছেই রাখার চেষ্টা করুন।”
আইনজীবীর মতে, সচেতনতা ও দ্রুত আইনগত পদক্ষেপই এই সমস্যার কার্যকর সমাধান।
সূত্র: https://youtube.com/shorts/hKBne94tXyE?si=ec9rKPIO6IDUa2vC
এএইচএ