ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জামাল বাদশা,লালমনিরহাট

প্রকাশিত: ২২:৩১, ১৩ মে ২০২৫

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি:সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল চন্দ্র রায় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল চন্দ্র ওই এলাকার ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কমল চন্দ্র নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলীম

×