ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পরনে নেই কোন জামা, নায়কের সাথে বাথটাবে ভাইরাল নায়িকা

প্রকাশিত: ০২:৩৩, ১৪ মে ২০২৫

পরনে নেই কোন জামা, নায়কের সাথে বাথটাবে ভাইরাল নায়িকা

বর্তমানে নিজের সৌন্দর্য এবং প্রতিভার জোরে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কায়াড়ু লোহার।

নিজের প্রতিভার জোরে ভক্তদের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বেশ কয়েকটি ছবিতে। আর এই কয়েকটি ছবিতে অভিনয় করেই প্রচুর ভক্ত তাঁর। নিজের সৌন্দর্যের জোরে অচিরেই তরুণ প্রজন্মের মধ্যে একটা ছাপ ফেলতে পেরেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে চর্চার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী কায়াড়ু লোহারের একটি ছবি। আসলে একটি ছবির জন্য অভিনেতা জিভি প্রকাশের সঙ্গে একটি ফটোশ্যুট করেছেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে যে, বাথটাবে রয়েছেন দুজনেই। পরনে নেই কোন জামা! আসলে বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হু-হু করে আগুনের মতো ছড়িয়ে পড়েছে ‘ইমমর্টাল’ ছবির পোস্টার।

আর এটি আসলে কায়াড়ু এবং জিভি প্রকাশের ছবির পোস্টার। যা সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির নায়কের সঙ্গে বাথটাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর হাতে দেখা যাচ্ছে একটি গ্লাস। তার মধ্যে রয়েছে অ্যালকোহল। আর ভাইরাল পোস্টার দেখার পর এই ছবিকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে।

উল্লেখ্য ভারতের আসামের তেজপুরে ২০০০ সালের ১১ এপ্রিল জন্ম কায়াড়ু লোহারের। মডেল হিসেবে তাঁর কেরিয়ারের সূত্রপাত। ২০২১ সালে এভরি ইউথ ফ্রেশ ফেস সিজন ১২ প্রতিযোগিতার বিজেতা হয়েছিলেন তিনি। ওই একই বছরে কন্নড় ছবি ‘মুঘলিপেট’ ছবির হাত ধরে নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন এই অভিনেত্রী।

 

ফুয়াদ

×