ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

কুয়াকাটায় ভেসে আসলো ডুবে যাওয়া ট্রলারসহ একটি মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:৩৬, ৭ আগস্ট ২০২৫

কুয়াকাটায় ভেসে আসলো ডুবে যাওয়া ট্রলারসহ একটি মৃতদেহ

ছবি: জনকণ্ঠ

কুয়াকাটা সৈকতে ভেসে আসলো ঢেউয়ের ঝাপটায় ডুবে যাওয়া ট্রলারসহ পচনধরা একটি মৃতদেহ। আজ বৃহস্পতিবার সকালে ভেঙে যাওয়া ট্রলারটি ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে এসেছে। খুটা জেলে মো. সোহেল জানান, সকাল সাড়ে আটটার দিকে ভেঙে যাওয়া ট্রলারটি ভেসে আসে। ওই লাশটি ট্রলারের মধ্যে ছিল। লাশটি উদ্ধারের জন্য কুয়াকাটা নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, গত ২৫ জুলাই পায়রা প্রথম বয়ার কাছে মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ের ঝাপটায় ডুবে যাওয়া এফ বি সাগর কন্যা ট্রলারের কোন জেলের মৃতদেহ। এ ট্রলারে মোট ১৫ জন জেলে ছিল। এর মধ্যে ৮৪ ঘণ্টা পরে সাগরে ভাসমান অবস্থায় ১০ জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল পাঁচ জেলে। এর মধ্যে দুই জনের মৃতদেহ এর আগে ভেসে এসেছে। এর মধ্যে নজরুল ইসলামের লাশ তার ছেলে শনাক্ত করেন।

মুমু ২

আরো পড়ুন  

×