ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

প্রকাশিত: ১৩:৫৩, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:৫৮, ৭ আগস্ট ২০২৫

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, "দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের বাসা থেকে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করে। তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

ডিবির পক্ষ থেকে জানানো হয়, সাবেক ভিসি কলিমুল্লাহকে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মিরাজ খান

×