ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান

সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনই ইউনূস সরকারের দ্বিতীয় ধাপের কাজ

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৫:৫০, ৭ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:৫৮, ৭ আগস্ট ২০২৫

সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজনই ইউনূস সরকারের দ্বিতীয় ধাপের কাজ

ছবি: দৈনিক জনকন্ঠ।

বর্তমান ইউনুস সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনেই এই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়নের সংখ্যা আরও বাড়ানো নিয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়।

এছাড়া রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তাঁর এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শিক্ষকদের জন্য তাঁর নামে একটি বিশেষ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এটা আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সব তথ্য জানান।

তিনি জানান, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এই নির্বাচন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়নের জন্য প্রথমে বলা হয়েছিলো ৮ লাখ থাকবে। এর মধ্যে ৬০ হাজার সেনা বাহিনীর সদস্য রয়েছে। তবে এর সংখ্যা আরও বাড়ানো বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদে। 

এছাড়া উত্তরায়  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তাঁর এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শিক্ষকদের জন্য তাঁর নামে একটি বিশেষ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এটা আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয়।

সাহসী ও আত্মত্যাগী শিক্ষকদের উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। তখন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলছিল। পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলে শিক্ষিকা মেহরিন চৌধুরী সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এগিয়ে আসেন। এতে প্রাণে বাঁচে অন্তত ২০ জন শিক্ষার্থী। কিন্তু তিনি নিজে আর ফিরতে পারেননি-ভবনের একাংশ ধসে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঘটনার পরপরই তাঁর বীরত্ব গাথা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, সমগ্র জাতি শোক ও শ্রদ্ধায় মুষড়ে পড়ে।

এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষ হয় দুপুরে। এ ছিল অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। প্রধান উপদেষ্টার উপস্থিতি উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। ১ নম্বর গেট ব্যতীত অন্য সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

মিরাজ খান

×