ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

পাবলিক পরীক্ষা: বাউফলে ম্যাজিস্ট্রেট ছাড়া  প্রশ্নপত্র খুলে নেয়া হয়েছে

কামরুজ্জামান বাচ্চু, নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:০৬, ৭ আগস্ট ২০২৫

পাবলিক পরীক্ষা: বাউফলে ম্যাজিস্ট্রেট ছাড়া  প্রশ্নপত্র খুলে নেয়া হয়েছে

ম্যাপে বাউফল

বাউফলে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে থানার লকার থেকে বিতরণের নিয়ম থাকলেও চলমান এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা ২০২৫ এর প্রশ্নপত্র থানার লকার থেকে বিতরণ হচ্ছে ম্যাজিস্ট্রেট ছাড়া।

আর এই প্রশ্নপত্রও  বিতরণ করছে ইউএনও অফিসের দুই স্টাফ ইয়াকুব আলী ও মোঃ শাহাবুদ্দিন মুন্সি

প্রশ্নপত্র সেট কোড অনুযায়ী পলিমারের নিরাপত্তা খামবন্ধি অবস্থায় কেন্দ্রে যাওয়ার পর কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত এসএমএসে প্রাপ্ত সেট কোড অনুযায়ী  প্রশ্নপত্রের প্যাকেট খোলার নিয়ম থাকলেও চলমান এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা ২০২৫ এবং এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ এর প্রশ্নপত্রের সকল সেট কোডের নিরাপত্তা খাম থানায় খুলে প্রশ্ন নেয়া হয়েছে কেন্দ্রে।
যার সুফল পাচ্ছে বাউফলে  ইউএনও লেজুড়বৃত্তি করা প্রতিষ্ঠান প্রধানগণের পরীক্ষার্থীরা ।

সেসব প্রতিষ্ঠানের কেন্দ্রসমূহে এজেন্ডা বাস্তবায়নে  কেন্দ্রের  বিধি বহির্ভূতভাবে ট্যাগ অফিসার এর দায়িত্ব পালন করছেন ইউএনও অফিসের দুই স্টাফ ইয়াকুব আলী ও মোঃ শাহাবুদ্দিন মুন্সি। দাখিল পরীক্ষা ২০২৫এ কালিশুরী কেন্দ্রের দায়িত্বে ছিল ইয়াকুব আলী।

সেখানে  ইউএনও দালালখ্যাত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসায় ২০২৪ সালে একজন পাস করলেও ২০২৫ সালে পাস করেছে শতভাগ।

একই অবস্থা ধানদী কামিল মাদ্রাসা কেন্দ্রের।দাখিল পরীক্ষা ২০২৫ এ ধানদী কেন্দ্রের দায়িত্বে ছিল ইউএনও অফিসের স্টাফ মো: শাহাবুদ্দিন মুন্সি সেখানে ধানদী কামিল মাদ্রাসায়  ২০২৪ সালে  পাসের হার ২৫%  জিপিএ ফাইভ নেই ;পক্ষান্তরে  ২০২৫ সালে পাসের হার ৯৩% জিপিএ ফাইভ  পেয়েছে ১৬ টি। কাজ করেছে ইউএনও ম্যাজিক। ১৫ এপ্রিল ২০২৫ জনকণ্ঠ পত্রিকায় '“বাউফল পরীক্ষা কেন্দ্রে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে বরিশাল শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, আমি এ বিষয়ে ইউএনওর সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। 

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের  পরীক্ষা নিয়ন্ত্রক কামরুল ইসলাম বলেন, আমি ইউএনওর সাথে এখনই কথা বলে ব্যবস্থা নিচ্ছি। 
 

তাসমিম

×