
ছবি- দৈনিক জনকণ্ঠ
আগামী ৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস ২০২৫ কে সামনে রেখে সাত দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান হয়। সংবাদ সম্মেলনে অবিলম্বে সরকারকে আদিবাসীদের এই সাত দফা মেনে নেওয়ার আহবান জানান হয়।
সংবাদ সম্মেলনে আদিবাসীদের উত্থাপিত সাত দফা হচ্ছে- বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আদিবাসীদের ক্ষমতায়নের জন্য সংস্কারের মাধ্যমে মহান সংসদের তাদের জন্য ৫ শতাংশ আসন বরাদ্দ দিতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিতে হবে। সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় অধিকসংক্ষক আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে। মহান সংসদে সংরক্ষিত নারী আসনে সমতলের আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করতে হবে। শিক্ষা ও সরকারী চাকরির সকল স্তরে আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত এ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কোটা বরাদ্দ এবং নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে। আইএলও কনভেনশন নং ১০৭ ও ১৬৯ এর আলোকে আইন ও বিধিমালা প্রনয়ন পূর্বক তা বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরন্য ই চিরান, সংস্থার সেক্রেটারি জেনারেল যোহন সাহা, আচিক উইমেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রানী নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতিক অনিক রেমা, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ বাংলাদেশ ইন্ডিজিনাস ল ইয়ার এসোসিয়েশনের এডভোকেট দীনেশ দারু।
নোভা