
ছবি: সংগৃহীত
একই দম্পতির মধ্যে একটি মাত্র বিয়েই বৈধ, তবে কখনো কখনো দেখা যায় এক বিয়েতে একাধিক কাবিননামা তৈরি হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা বলেন, "একই কাপলের একটি বিয়ে হলেও একাধিক কাবিননামা থাকা অস্বাভাবিক নয়। অনেক সময় ছেলেমেয়ে আগে থেকেই পরস্পরের প্রতি আগ্রহী থাকেন। পারিবারিক সম্মতিতে, বিশেষ করে আয় রোজগার কম থাকায়, তারা অল্প দেনমোহরে বিয়ে সম্পন্ন করেন।"
তিনি আরও জানান, "পরবর্তীতে মেয়ের পরিবার অল্প দেনমোহরে আপত্তি জানালে, যদি দু'পক্ষের সম্মতি—বিশেষ করে পাত্র-পাত্রীর সম্মতি থাকে, তাহলে একই বিয়ের কাবিননামা হালনাগাদ করা যায়। আনুষ্ঠানিকভাবে দুই পরিবার আয়োজন করে পুনরায় অনুষ্ঠানের মাধ্যমে কাজীর সামনে দেনমোহরের পরিমাণ বাড়ানো সম্ভব।"
আইনজীবী লিমার মতে, এটি একটি স্বাভাবিক ও আইনি প্রক্রিয়া, যেখানে পূর্বের বিয়েই বহাল থাকে, শুধু কাবিন বা দেনমোহরের অঙ্ক পরিবর্তিত হয়। তবে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই প্রক্রিয়ায় বিভ্রান্তির সুযোগ থাকলেও, সঠিকভাবে সম্পাদিত হলে এটি কোনো আইনগত জটিলতা তৈরি করে না।
সূত্র: https://youtube.com/shorts/FMwXifAds1k?si=w_Qb3AfpPqbSIbpq
এএইচএ