
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকারী হন। কিন্তু বাস্তবে অনেক নারী সামাজিক বা পারিবারিক চাপের কারণে তাদের প্রাপ্য অংশ বুঝে পান না। এ অবস্থায় আইন অনুযায়ী কী করণীয়, তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো।
মুসলিম উত্তরাধিকার আইনে, স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পত্তির এক-অষ্টমাংশ (১/৮) উত্তরাধিকার হিসেবে পান—যদি সন্তান থাকে। সন্তান না থাকলে স্ত্রী পান এক-চতুর্থাংশ (১/৪)। স্বামীর সম্পত্তি ১০ লাখ টাকা হলে সন্তান থাকলে স্ত্রী পাবেন ১/৮ = ১.২৫ লাখ টাকা। আর সন্তান না থাকলে স্ত্রী পাবেন ১/৪ = ২.৫ লাখ টাকা।
স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বিভাজন (partition) করতে হয়। যদি পরিবার স্বেচ্ছায় ভাগ না দেয়, তাহলে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন: আপনার প্রাপ্য অংশ বুঝে না পেলে আপনি দেওয়ানি আদালতে উত্তরাধিকার ও সম্পত্তি বিভাজনের মামলা করতে পারবেন। এর মাধ্যমে বিচারক আপনার অধিকার প্রতিষ্ঠা করে দেন।
এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেমন স্বামীর মৃত্যু সনদ, নিকাহনামা/বিয়ের প্রমাণ, জমির খতিয়ান ও দাগ নম্বর। এছাড়া স্বামীর অন্যান্য সম্পত্তির দলিল ও ওয়ারিশদের তালিকা
অনেক সময় খতিয়ানে (পর্চা) স্ত্রীর নাম রাখা হয় না। এ ক্ষেত্রে আপনি AC (Assistant Commissioner) Land অফিসে খতিয়ান সংশোধনের আবেদন করতে পারেন।
সূত্রঃ https://www.facebook.com/reel/573216278858376
আরশি