ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর সম্পত্তির অংশ না পেলে করণীয় কী?

প্রকাশিত: ২২:৪৬, ১০ মে ২০২৫

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর সম্পত্তির অংশ না পেলে করণীয় কী?

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকারী হন। কিন্তু বাস্তবে অনেক নারী সামাজিক বা পারিবারিক চাপের কারণে তাদের প্রাপ্য অংশ বুঝে পান না। এ অবস্থায় আইন অনুযায়ী কী করণীয়, তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো।

মুসলিম উত্তরাধিকার আইনে, স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পত্তির এক-অষ্টমাংশ (১/৮) উত্তরাধিকার হিসেবে পান—যদি সন্তান থাকে। সন্তান না থাকলে স্ত্রী পান এক-চতুর্থাংশ (১/৪)। স্বামীর সম্পত্তি ১০ লাখ টাকা হলে সন্তান থাকলে স্ত্রী পাবেন ১/৮ = ১.২৫ লাখ টাকা। আর সন্তান না থাকলে স্ত্রী পাবেন ১/৪ = ২.৫ লাখ টাকা।

স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বিভাজন (partition) করতে হয়। যদি পরিবার স্বেচ্ছায় ভাগ না দেয়, তাহলে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন: আপনার প্রাপ্য অংশ বুঝে না পেলে আপনি দেওয়ানি আদালতে উত্তরাধিকার ও সম্পত্তি বিভাজনের মামলা করতে পারবেন। এর মাধ্যমে বিচারক আপনার অধিকার প্রতিষ্ঠা করে দেন।

এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যেমন স্বামীর মৃত্যু সনদ, নিকাহনামা/বিয়ের প্রমাণ, জমির খতিয়ান ও দাগ নম্বর। এছাড়া স্বামীর অন্যান্য সম্পত্তির দলিল ও ওয়ারিশদের তালিকা

অনেক সময় খতিয়ানে (পর্চা) স্ত্রীর নাম রাখা হয় না। এ ক্ষেত্রে আপনি AC (Assistant Commissioner) Land অফিসে খতিয়ান সংশোধনের আবেদন করতে পারেন।

সূত্রঃ https://www.facebook.com/reel/573216278858376

 

আরশি

×