
ছবি:সংগৃহীত
কলাপাড়ায় বাজার আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলা প্রশাসন খেলার মাঠে জমকালো আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘ খেলাধূলার পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবসময় সচেষ্ট রয়েছি। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। খেলাধূলার মধ্য দিয়ে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাই। ’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মো: আবুল হাসনাত রিমন সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার।
উদ্বোধনী খেলায় স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করাই তাদের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
আলীম