ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মোরেলগঞ্জে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট

প্রকাশিত: ০১:১১, ১৩ মে ২০২৫

মোরেলগঞ্জে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়

বাগেরহাটের মোরেলগঞ্জে বিকল্প কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রান্তিক জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বদরুদ্দোজা। 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার ইভানা বিলা রিতু, মেরিন ফিসারি অফিসার আব্দুল্লাহ্ আল মোদাচ্ছের, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী জাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য এ অর্থ বছরে ইলিশ সম্পদ প্রকল্পের আওতায় এ উপজেলার পৌর সভাসহ ১৬টি ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৬ জন প্রান্তিক জেলে পরিবারের মাঝে বিনা মূল্যে ১৬টি বকনা বাছুৃর বিতরণ করা হয়েছে।

×