ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফেলে দেওয়া চুল যাচ্ছে বিদেশে

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, কিশোরগঞ্জ

প্রকাশিত: ০১:১০, ১৩ মে ২০২৫

ফেলে দেওয়া চুল যাচ্ছে বিদেশে

মেয়েদের ফেলে দেওয়া চুল এখন আর ফেলনা নয়

মেয়েদের ফেলে দেওয়া চুল এখন আর ফেলনা নয়। এ চুল ব্যবসাকে কেন্দ্র করে ভৈরবে গড়ে উঠেছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ফেলে দেওয়া চুল এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অসংখ্য বেকার লোকদের। 
মেয়েদের ফেলে দেওয়া চুলকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরবে গড়ে উঠেছে কয়েকটি চুল ব্যবসা প্রতিষ্ঠান। অনেক মানুষের জীবিকা নির্বাহ করার সুযোগ হয়েছে এই চুল ব্যবসায় জড়িত থেকে। এ সকল প্রতিষ্ঠানের কয়েকশ’ হকার ফেরিওয়ালারা প্রতিদিন সকালে গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে চুল সংগ্রহ করে থাকে কসমেটিক্স, প্লাস্টিক সামগ্রী ও শিশু খাদ্যের বিনিময়ে।

বর্তমানে প্রতিকেজি চুল বিক্রয় হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত দরে। একেকজন ফেরিওয়ালা প্রতিদিন ৫০-১০০ গ্রাম পর্যন্ত চুল সংগ্রহ করে। অনেকে আবার আরও বেশিও চুল সংগ্রহ করে থাকে। গড়ে প্রতিদিন একেক জন ফেরিওয়ালা প্রায় ৫-৭শ’ টাকা পর্যন্ত আয় করে থাকে এ চুল সংগ্রহের মাধ্যমে। পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চল থেকে চুল সংগ্রহ করার পর ফেরিওয়ালারা প্রতিদিন সন্ধ্যা বেলায় তাদের মহাজনের কাছে সংগৃহীত চুল বুঝিয়ে দেয়।

এ চুল বিক্রয় করে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মহাজনরা তাদের ফেরিওয়ালাদের মাধ্যমে চুল সংগ্রহ করে মাসে একবার ঢাকাসহ কুষ্টিয়া চুয়াডাঙ্গার মহাজনদের কাছে বিক্রয় করে। ওই সকল মহাজনরা বিভিন্ন জেলা উপজেলার মহাজনদের কাছ থেকে চুল সংগ্রহ করার পর মনের মন চুল ব্যাংকক, থাইল্যান্ড, মিয়ানমার, চীন দেশেও বিক্রয় করে। এ চুল মূলত পরচুলার কাজে ব্যবহার হয়ে থাকে বলে জানান মহাজনরা। 
কিন্তু আগেকার সময় কেউ ভাবেনি যে, এই ফেলে দেওয়া চুল একদিন বিদেশে রপ্তানি হবে। যা দিয়ে আমাদের দেশ আয় করবে বৈদেশিক মুদ্রা। এখন প্রতিবছর বাংলাদেশ থেকে যেসব প্রকার পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, তার মধ্যে জায়গা করে নিয়েছে ফেলে দেওয়া এই চুল। জানা যায় চুল রপ্তানি করেই প্রতিবছর দেশের আয় হচ্ছে, কোটি কোটি টাকারও বেশি।

আবার এরমধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা। দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ, স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ। মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন একরকম বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য।
সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে চুল ব্যবসাকে আরও প্রসার করা যাবে। ফলে অনেক বেকার লোকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি সরকারের আয় হবে বিপুল পরিমাণের রাজস্ব।

×