
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মমতাজকে গ্রেফতারের পর সাংবাদিক মোস্তফা ফিরোজ তার নিজের ‘ভয়েস বাংলা’ নামের ইউটিউব চ্যানেলে ‘অনেকদিন লুকোচুরির পর ধরা খেলেন মমতাজ’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে তিনি বলেন, ‘এই শিল্পী, তারপরে কিছু জোকার টাইপের কিছু নারী এবং পুরুষ, ওবায়দুল কাদের নিজেও সংসদটা জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। যেই জাতীয় সংসদ সরকার এবং বিরোধী দলের সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে, সেখানে বিরোধী দল নাই।
‘কী বলব, একটা বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর, তিনটা টার্ম পার করেছেন শেখ হাসিনা। আর সেই তিন টার্মের অন্যতম ছিলেন মমতাজ’, যোগ করে মোস্তফা ফিরোজ।
এছাড়া, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতারের খবরটিকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন, লুকিয়ে ছিলেন, এখানে-ওখানে ছিলেন। তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন। শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হল।’
একসময় ‘সংগীতশিল্পী’ মমতাজকে কোকিলকণ্ঠী বলা হতো জানিয়ে তিনি বলেন, ‘সেই কোকিলকন্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোসর হিসেবে গ্রেফতার। একসময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষবেলায় নাই হয়ে গেল। কোথায় গান, কোথায় শিল্প।’
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘মমতাজের শিল্পী ক্যারিয়ার যতটা উজ্জ্বল, রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ। সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে যখন কি চরম বিদ্যুৎ সংকট, তখন বিদ্যুৎ নিয়ে (সাবেক) প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন, সংসদ মাতিয়ে রাখতেন।’
সূত্র: https://www.youtube.com/watch?v=QJeTmfbligw
রাকিব