ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

একই কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের কমিটিতে এক নেতার দ্বৈত পদ, প্রকাশ্যে সংঘাতে কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ মে ২০২৫; আপডেট: ০৯:৪৯, ১৩ মে ২০২৫

একই কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের কমিটিতে এক নেতার দ্বৈত পদ, প্রকাশ্যে সংঘাতে কর্মীরা

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে একই কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদক ছাত্রদলেও একই পদ পাওয়ার ঘটনায় পৃকাশ্যে দ্বন্দ্বে জড়ালো নেতাকর্মীরা। এ নিয়ে সেখানকার দ্বিধা বিভক্ত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি হাতাহাতি থেকে শুরু করে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি হামলার অভিযোগ পাওয়া গেছে।

এর আগে দুই দফা সংবাদ সম্মেলন করলেও কোনো সুরাহা হয়নি। ক্ষুব্ধ হয়ে আছেন পদ বঞ্চিতরা। এর জের ধরে আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পক্ষের অভিযোগের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ কলেজ ছাত্রদলের সহ-সভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা রাইসুল ইসলাম রুপুকে আটক করেন। এর পরই পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা তাকে মুক্ত করার জন্য সড়কে অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ তাকে মুচলেকা রেখে মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দের কাছে জিম্মায় ছেড়ে দেন।

কলেজ কমিটির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা রাইসুল ইসলাম রুপু জানান, "কলেজ কমিটির সভাপতি ছাত্রলীগ অনুসারী রবিউল, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও একই কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক পদ পাওয়া রাফি ও ইমন মেয়েদের ইভটিজিং করে। আমরা প্রতিবাদ করায় তারা হামলা চালায়।"

কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম জানান, "গতকাল ছোট ভাইদের সাথে ঝামেলা নিয়ে আজকে রুপুসহ আরও কয়েকজন আামাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় নজরুল নামের এক ছোট ভাই আহত হয়।"

মহিপুর থানা ছাত্রদলের ১নং যুগ্ন আহবায়ক মোঃ জাফর হাওলাদার জানান, "থানার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এ কলেজে ছাত্রদলের কমিটির বিষয়ে আমরা থানা ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ের কেউ অবগত না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গত ৬ মে আমরা কমিটির বিষয়ে জানতে পারি। এ কমিটিতে ছাত্রলীগের পদধারী ও কয়েকজন অনুসারী স্থান পেয়েছেন।"

মহিপুর থানা ছাত্রদল আহবায়ক তানজিল আলম জানান, "কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের নিউজের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান, শীঘ্রই জেলা কমিটির কাছে প্রতিবেদন দাখিল করা হবে।"

পুলিশি থানা মহিপুর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ গণমাধ্যমকে বলেন, "ছাত্রদলের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনায় একজনকে থানায় নিয়ে যায় পুলিশ, পরবর্তীতে মহিপুর বিএনপির সভাপতি, মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আমাদের কাছে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।"

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, "ছাত্রদলের এক পক্ষের অভিযোগের ভিত্তিতে রাইসুল ইসলাম রুপু নামের একজন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দের কাছে মুচলেকা দিয়ে জিম্মায় দিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।"

এএইচএ

×