ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আবারও কাশ্মিরকে নিয়ে পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য! কি হচ্ছে সীমান্তে?

প্রকাশিত: ১৫:২২, ১৩ মে ২০২৫

আবারও কাশ্মিরকে নিয়ে পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য! কি হচ্ছে সীমান্তে?

ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিরতার মূল উৎস বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের অংশগ্রহণ ছাড়া এই সমস্যার কোনো কার্যকর সমাধান সম্ভব নয়।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “গত কয়েক দশক ধরে কাশ্মির সংকট ভারত ও পাকিস্তান— শুধু এই দুই দেশের নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। এটি এখন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংকট।”

পাকিস্তান এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তরিকভাবে আগ্রহী বলে দাবি করে তিনি আরও বলেন, “এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। যেমন এক হাতে তালি বাজে না, তেমনি ভারতের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এককভাবে এই সমস্যার সমাধান করতে পারি না।”

তিনি জোর দিয়ে বলেন, “এই সংকটের সমাধান এখন সময়ের দাবি। অনেক দেরি হয়ে গেছে— আর দেরি কাম্য নয়। পাকিস্তান কখনোই আঞ্চলিক সহিংসতা কিংবা অশান্তি বাড়াতে চায় না।”

কাশ্মির সংকটের শেকড় ছড়িয়ে আছে ১৯৪৭ সালে, যখন ভারত ও পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তখন জম্মু-কাশ্মির কোন দেশের অংশ হবে— এ সিদ্ধান্ত নেন রাজ্যটির শাসক মহারাজা হরি সিং। তিনি চাইতেন, জম্মু-কাশ্মির কোনো দেশের সঙ্গে যুক্ত না হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকুক। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, যার রেশ এখনো চলছে।

ফারুক

×