
ছবি: সংগৃহীত
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত যদি সমতার ভিত্তিতে সংলাপে বসতে চায়, তবে পাকিস্তান সর্বদা প্রস্তুত। তবে তার অভিযোগ, ভারত ঐতিহাসিকভাবেই আক্রমণাত্মক ও অহংকারী মনোভাব প্রদর্শন করে আসছে।
সোমবার হাম নিউজ চ্যানেলের জনপ্রিয় টকশো ‘ফয়সালা আপ কা’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। পরে মঙ্গলবার (১৩ মে) একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানি সংবাদমাধ্যম হাম নিউজ।
ইসহাক দার বলেন, “দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনার স্থায়ী সমাধান আলোচনা ছাড়া সম্ভব নয়। কিন্তু ভারত বারবার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না। শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ জয় হয় না।”
সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে ইসহাক দার বলেন, “পেহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। এসব পদক্ষেপে ভারতের আগ্রাসী মনোভাবই স্পষ্ট হয়েছে।”
তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান শুরু থেকেই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল। “আমরা জানতাম ভারত প্রতিক্রিয়া দেখাবে। ৬ মে ভারত ছয়টি স্থানে একযোগে ২৪টি হামলা চালায়,”— বলেন ইসহাক দার।
ফারুক