ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারত শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে: মোদি

প্রকাশিত: ১৮:০১, ১৩ মে ২০২৫

ভারত শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে: মোদি

ছ‌বি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দেশবাসীর উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে ভবিষ্যতে কী হবে, তা নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর।

মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি নাম নয়। এটি ছিল পেহেলগাঁও হামলার জবাব হিসেবে ভারতের প্রতিজ্ঞার বাস্তব রূপ। এই অভিযানের মাধ্যমে সারা বিশ্ব দেখেছে, ভারত শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একশরও বেশি কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ২৫ এপ্রিলের পেহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হন, যা সন্ত্রাসবাদের সবচেয়ে বর্বর রূপ প্রকাশ করেছে। তিনি মন্তব্য করেন, "আমাদের নারীদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলার যে চেষ্টা শত্রুপক্ষ করেছিল, তার ফল এখন তারা বুঝতে পারছে।"

উল্লেখ্য, ৭ ও ৮ মে রাতের মধ্যে চালু হওয়া 'অপারেশন সিঁদুর' ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে, কারণ এটি পাল্টা হামলার সূত্রপাত করে। তবে শনিবার সন্ধ্যা ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে দুই দেশ সমঝোতায় পৌঁছায়।

 

সূত্র: https://www.ndtv.com/india-news/india-pakistan-ceasefire-live-updates-line-of-control-border-areas-witnesses-calm-night-says-army-after-operation-sindoor-india-pakistan-8391555

এএইচএ

×