ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ত্রিপোলিতে জরুরি অবস্থা

লিবিয়ায় মিলিশিয়া নেতাকে হত্যার পর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১৩ মে ২০২৫

লিবিয়ায় মিলিশিয়া নেতাকে হত্যার পর সংঘর্ষ

ত্রিপোলির প্রবেশ পথে একটি নিরাপত্তা চেকপয়েন্ট

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রভাবশালী মিলিশিয়া নেতা আবদেল ঘানি আল কিকলির হত্যাকাণ্ডের পর সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে মানবাধিকার লঙ্ঘন ও শরণার্থীদের নিপীড়নের অভিযোগ থাকা এই নেতা নিহত হন। স্থানীয় প্রশাসন মঙ্গলবার ত্রিপোলিতে জরুরি অবস্থা জারি করে শহরজুড়ে স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
ত্রিপোলির ঘনবসতিপূর্ণ আবু সালিম এলাকাভিত্তিক শক্তিশালী সাপোর্ট ফোর্স অ্যাপারেটাসের (এসএসএ) প্রধান কিকলি। তিনি ঘেনিওয়া নামে বেশি পরিচিত। লিবিয়ায় সেনাবাহিনীর ৪৪৪তম কমব্যাট ব্রিগেডের সদর দপ্তরে কিকলি নিহত হন বলে আল ওয়াসাত টেলিভিশনকে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর একজন সূত্র। এ ঘটনার পরই শহরজুড়ে গুলির শব্দ ছড়িয়ে পড়ে।

আবু সালিম ও সালাহ এদ্দিন এলাকায় রাতভর গোলাগুলির শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন নগরবাসী। লিবিয়ার জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, সংঘর্ষের স্থানগুলো থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় ঐক্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানালে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন  

×