ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নাগেশ্বরীতে বিস্ময়! একসঙ্গে ১০১ শিক্ষক নেতার অভিষেক

মিজানুর রহমান, নাগেশ্বরী, কুড়িগ্রাম

প্রকাশিত: ২২:২০, ১৩ মে ২০২৫

নাগেশ্বরীতে বিস্ময়! একসঙ্গে ১০১ শিক্ষক নেতার অভিষেক

ছবি: জনকণ্ঠ

বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এর নাগেশ্বরী উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট একটি বৃহৎ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে আহ্বায়ক (উপজেলা বিএনপির আহ্বায়ক) এবং ওমর ফারুককে সদস্য সচিব (পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক) হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) কুড়িগ্রাম জেলার শাখার আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু (জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক) এবং সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব (জেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক) এই কমিটির অনুমোদন প্রদান করেন। দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা একটি কার্যকর সংগঠনের প্রতীক্ষায় ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ কমিটি সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার অভিজ্ঞ ও নবীন শিক্ষক নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কাঠামো গড়ে তোলা হয়েছে। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। জেলার নেতারা বলেন, “এই কমিটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় এবং যৌক্তিক দাবি-দাওয়ার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন দায়িত্ব পাওয়া আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “শিক্ষক সমাজের মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।”


সদস্য সচিব ওমর ফারুক বলেন, “নতুন প্রজন্মের শিক্ষকদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা এই কমিটিকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।” এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং শিক্ষক সমাজের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শহীদ

×