
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের নাগরিকদের উদ্দেশে বলেন, “সবাইকে অনুরোধ—প্লিজ প্লিজ, ঐক্য বজায় রাখুন।”
তিনি সতর্ক করে বলেন, “দেশকে বিভক্ত করে ফায়দা হাসিল করা ভারতের কৌশল। আমরা যেন সেই ফাঁদে আবার পা না দিই।” আযমী আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লব, শহীদদের আত্মত্যাগ, আহতদের আর্তনাদ, এই বিশাল অর্জন সব বৃথা হয়ে যাবে” যদি আমরা নিজেদের ভেতরে বিভাজনের পথে হাঁটি।
তার এই মন্তব্য দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সরকার পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এবং ‘জুলাই বিপ্লব’ ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আব্দুল্লাহিল আমান আযমীর এই আহ্বান সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
তিনি তার স্ট্যাটাসে কোনও নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও রাজনৈতিক সহিষ্ণুতা, সংহতি ও দূরদর্শিতার বার্তাই যেন তিনি পৌঁছে দিতে চেয়েছেন সমগ্র জাতির কাছে।
মুমু