ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় উল্লাস করার কিছু নেই, সামনে কঠিন সময় আসছে : হাসান হাফিজ

প্রকাশিত: ০১:০৯, ১৪ মে ২০২৫; আপডেট: ০১:১৩, ১৪ মে ২০২৫

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় উল্লাস করার কিছু নেই, সামনে কঠিন সময় আসছে : হাসান হাফিজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন, দলটি হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না, আর ফিরলেও তা হবে বহু বছর পর এবং পরিশুদ্ধ হয়ে।

তিনি বলেন, “আপনি তিনটি পাতানো নির্বাচন করবেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করবেন, আপনার দলের লোকেরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে একের পর এক জড়াবে, একজন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করবে— এরপর যদি মনে করেন, অনন্তকাল ক্ষমতায় টিকে থাকতে পারবেন, সেটা ভুল।”

হাসান হাফিজ মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া নিয়ে উল্লাস করার কিছু নেই। বরং এই নিষেধাজ্ঞার রাজনৈতিক প্রভাব দেশের জন্য শুভ হবে না। “আমরা সামনে কঠিন সময়ের দিকে এগোচ্ছি,” বলেন তিনি। 

তিনি আরও বলেন, “শেখ হাসিনার হাতেই আওয়ামী লীগের অপমৃত্যু হয়েছে। একে আত্মহত্যাও বলা চলে, কারণ নিজেদের দোষেই দলটি এমন পরিণতির দিকে গেছে।”

ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে তিনি বলেন, “মুসলিম লীগের মতো দাপুটে দলও ইতিহাস থেকে হারিয়ে গেছে। আওয়ামী লীগ কবে ফিরবে, তা এখন কেবল জ্যোতিষীরাই বলতে পারবেন।”

সূত্র : https://www.facebook.com/share/v/1ED8Py9Rr3/    

আসিফ

আরো পড়ুন  

×