
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেছেন, “যারা বিবেকবান, তারা কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না।”
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি-জামাতকে ট্যাগ করার পর এখন যারা আন্দোলনের মাধ্যমে দেশকে অন্যায় থেকে মুক্ত করতে চায়, তাদের বিরুদ্ধেও একইভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি জানান, ৫ জুলাইয়ের ঘটনার পর যেসব পরিবার শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা কখনো লাভ-ক্ষতির দৃষ্টিকোণ থেকে বিচার চাননি। তারা ন্যায়বিচার ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান চায়। হুমায়রা বলেন, “যারা সন্তান, স্বামী, ভাই হারিয়েছেন, তারা অন্তত চায়— এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যেন আর কখনও রাজনীতির সুযোগ না পায়।”
হুমায়রা নূর আরও বলেন, “যারা নিজেদের রাজনীতিবিদ দাবি করে অথচ জনগণের উপর গুলি চালায়, শিশুদের পর্যন্ত হত্যা করে— তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। দীর্ঘ ১৫ বছর ধরে যারা দেশ চালিয়েছে, তারা মানুষের ভোট ছাড়াই ক্ষমতা ধরে রেখেছে। এটা জনগণের সঙ্গে উপহাসের নামান্তর।”
তিনি বলেন, “বর্তমানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা হয় স্বার্থপর অথবা দুর্নীতির সুযোগ পেয়ে উপকৃত হয়েছে। সাধারণ, সুস্থ বিবেকবান মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের পর তাদের আর সমর্থন করতে পারে না।”
অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, এখনই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করার। দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে হলে এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই বলে তিনি দাবি করেন।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=aaHev4QAjC4