ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এবার পাকিস্তান জানালো কীভাবে তারা কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়

প্রকাশিত: ১৯:০৩, ১৩ মে ২০২৫; আপডেট: ১৯:০৩, ১৩ মে ২০২৫

এবার পাকিস্তান জানালো কীভাবে তারা কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়

ছ‌বি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যকে "উস্কানিমূলক ও বিভ্রান্তিকর" আখ্যা দিয়ে পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক উত্তেজনা বাড়াতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, মোদির বক্তব্য "ভুল তথ্য, রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং আন্তর্জাতিক আইন অবমাননার উপর ভিত্তি করে গঠিত।" তিনি জানান, ২০২১ সালের নিয়ন্ত্রণ রেখা (LoC) সংক্রান্ত যুদ্ধবিরতি ছিল কূটনৈতিক প্রচেষ্টার ফল, যেটি আন্তর্জাতিকভাবে সমর্থিত ছিল।

তিনি ভারতের দাবি—পাকিস্তান হতাশায় যুদ্ধবিরতিতে আগ্রহী হয়েছে—কে "মিথ্যা ও বিভ্রান্তিকর" বলে প্রত্যাখ্যান করেন এবং বলেন, “পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান বজায় রেখেছে।”

শাফকাত আরও বলেন, “পেহেলগাঁও হামলার সাথে পাকিস্তানকে জড়িয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি ভারতীয় সেনাবাহিনীর “পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোতে অকারণ হামলা” এবং “কাশ্মীরে বেসামরিক নারী ও শিশুর হত্যাকাণ্ড”কে নিন্দা জানান।

ভারতের সামরিক শক্তির দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল সীমিত, নির্ভুল এবং কেবল সামরিক লক্ষ্যে কেন্দ্রীভূত—এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ।”

তিনি সিন্ধু জলচুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে জানান, “পাকিস্তান তার জল অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।”

সবশেষে, মুখপাত্র বলেন, “কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান—জাতিসংঘের প্রস্তাবনা ও কাশ্মিরবাসীর মতামতের ভিত্তিতে।”

 

সূত্র: https://en.dailypakistan.com.pk/13-May-2025/pakistan-strongly-responds-to-modis-blatant-lies-warns-against-escalation

এএইচএ

×